সুবর্ণচর উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সুবর্ণচর উপজেলা স্কাউটের কমিশনার আলী আক্কাস সম্পাদক বাসার

বাংলাদেশ স্কাউট নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কাউট লিডার মো. হাফিজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, শিক্ষা অফিসার ইসহাক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট সভাপতি উপজেলা শাখার সভাপতি। সম্মেলন শেষে আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আক্কাছকে কমিশনার ও লর্ড নিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আপনার মতামত লিখুন