ওয়ালটন হেড কোয়ার্টার্সে ইংরেজি নববর্ষ উদযাপন

শুরু হয়েছে নতুন ইংরেজি বছর ২০২৩। ‘সবুজ পৃথিবীতে এই নতুন বছরকে স্বাগত জানাই‘ এ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়ালটন হেড কোয়ার্টার্সে উদযাপন করা হয়েছে ইংরেজি নববর্ষ।
রোববার (১ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেড কোয়ার্টার্সে বেলুন উড়িয়ে নতুন বছর উদযাপন কার্যক্রম শুরু হয়। এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হেড কোয়ার্টার্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইউসুফ আলী, ওয়ালটন হেড কোয়ার্টার্সের হেড অব অ্যাডমিন ইয়াসির আল ইমরান, ডেপুটি হেড অব অ্যাডমিন তানভীর আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
র্যালি শেষে হেড কোয়ার্টার্সের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কেক কাটা হয়। এ সময় ওয়ালটন পরিবারের সদস্যদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান ডিএমডি মো. আলমগীর আলম সরকার।
আপনার মতামত লিখুন