এবছর সর্বাধিক পর্যটকের ভিড় ‘ভূস্বর্গে’
করোনা কাটিয়ে দু’বছর পর এই বছর জম্মু এবং কাশ্মীরে (Jammu-Kashmir) প্রায় এক কোটি ৬২ লক্ষ পর্যটকের পা পড়েছে, যা স্বাধীনতা পরবর্তী সময়ে সর্বাধিক।
জম্মু-কাশ্মীরের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপরই নির্ভরশীল। পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা ভূস্বর্গের অর্থনীতি ভেঙে পড়েছিল বেশ কয়েক বছর যাবত। কিন্তু এবার পর্যটনের হাত ধরে পুঞ্চ, রাজৌরি, জম্মু এবং কাশ্মীর উপত্যকার বিভিন্ন অংশে কর্ম সংস্থানেও জোয়ার এসেছে। গত আট মাসে প্রায় ২০ লক্ষেরও বেশি পর্যটক এবং সাড়ে তিন লক্ষেরও বেশি তীর্থযাত্রী কাশ্মীরে এসেছেন। পহেলগাম, গুলমার্গ, সোনমার্গের মতো পর্যটন কেন্দ্রগুলির কাছাকাছি হোটেল এবং অতিথিনিবাসগুলির বুকিং তাই পাওয়া এখন খুব চাপের।
এছাড়া অর্থনীতির হাল ফেরাতে, চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণের জন্য সরকারও উদ্যোগী হচ্ছে। নানা পরিকল্পনা করা হয়েছে সরকারি তরফে। ১৪০টির বেশি ছবি এবং সিরিজ়ের শ্যুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। খুব সম্প্রতি একটি ফিল্ম স্টুডিয়ো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে।
বিভিন্ন কঠিন পরিস্থিতি সামলে, তিন দশক পর কাশ্মীরের পর্যটন তাই আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন