অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের সঙ্গে এমডি ও সিইও'র ভার্চুয়াল সভা

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের বক্তব্য শুনছেন টাঙ্গাইল অঞ্চল প্রধান আবু হাসান তালুকদার
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সাথে টাঙ্গাইল অঞ্চলের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই টাঙ্গাইল অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদারের সাথে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ। টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা তাদের শাখার পারফরম্যান্স ও অবস্থান তুলে ধরেন।

গত বছর জুন ভিত্তিক সমাপনীর চেয়ে এ বছর জুন ভিত্তিক সমাপনীতে ভাল ফলাফল অর্জন করায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি আরও গ্রাহকবান্ধব সেবা ও মান বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং লো কষ্ট ডিপোজিট আনয়ন ও খেলাপী ঋণ কমানোর প্রতি গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন