অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত

ভার্চুুয়াল সম্মেলনে ব্যাংকের এমডি, সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও অন্যান্যরা
অগ্রণী বাংক লিমিটেডের সর্বোচ্চ ব্যবস্থাপনা টিমের সাথে বরিশাল সার্কেলের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গত জুলাই। সম্মেলনে ব্যাংকের ব্যয় হ্রাস, নন পারফমিং লোন, ঋণ উদ্ধার, ব্যবসা বৃদ্ধি, ব্যাংকের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন নীতি অনুসারে সার্কেল প্রধান ও অঞ্চল প্রধানের শাখা পরিদর্শনের মাধ্যমে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্- উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
উক্ত ভার্চুয়াল সভায় সার্কেল মহাব্যবস্থাপক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক সিএফও এবং হেড অব আইসিসি মো. মনোয়ার হোসেন এফসিএ, বরিশাল সার্কেলের অঞ্চল প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ।
আপনার মতামত লিখুন