নাটোরে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন র্যালি
নাটোরে অনুষ্ঠিত হলো দেশীয় ইলেক্ট্রনিক্সের অন্যতম শীর্ষ ব্র্যান্ড মার্সেলের বর্ণাঢ্য আনন্দ র্যালি। ‘মার্সেলের পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ’-এ বিষয়ে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ উপলক্ষে বর্ণাঢ্য এ র্যালির আয়োজন করে নাটোরে মার্সেল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর এমদাদ ইলেক্ট্রনিক্স গ্যালারি।
রোববার (১০ মার্চ) সকালে র্যালিটি নাটোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন এমদাদ ইলেক্ট্রনিক্স এর সত্ত্বাধিকারী এমদাদ হোসেন বাসেদ, বিশিষ্ট ব্যবসায়ী মসলেম উদ্দিন, মার্সেল ব্র্যান্ডের ডিএসএম মো. তৈয়বুর রহমান ও মার্সেল ব্র্যান্ডের আরএসএম মো. আসাদুল ইসলাম, এসি সেলস মনিটরিং মো. রাসেল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সিজন-২০ এর আওতায় শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং লাখ লাখ টাকার নিশ্চিত উপহার পাওয়ার বিষয়ে ক্যাম্পেইন করা হয়।
আপনার মতামত লিখুন