বাবা দিবস
বাবার স্পর্শ

যখন আমি ছোট্ট ছিলাম
বাবা যুবক ছিলেন,
আমি যখন বাবা হলাম-
তিনি ছেড়ে গেলেন।
কখনো ভুলব না বাবা
তোমার অবদান-
যত দূরে যাওনা কেন
হোক না যত ব্যবধান।
তোমার কাছেই হাঁটতে শেখা,
শেখা চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার
জড়িয়ে তোমার গলা ।
আজও আমার দিন কাটে
কেটে যায় যে বেলা।
পলক-রূপক দুই বাবার
জড়িয়ে ধরে আমার গলা।
তোমার হাতে হাতে-খড়ি
প্রথম পড়া লেখা,
বিশ্বটাকে প্রথম আমার
তোমার চোখেই দেখা।
[শুধু দিবসেই নয়, প্রতিটি দিন ও ক্ষণ হোক বাবাদের জন্য। বিশ্বের সকল বাবাদের জন্য রইল শুভকামনা।]
আপনার মতামত লিখুন