রোববার, ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ইভেন্ট

রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সৌন্দর্য বাড়াতে হবে

রাঙামাটি প্রতিনিধি
১৩ মার্চ ২০২২

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে সৌন্দর্য বাড়াতে হবে।  

রবিবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, জেলার আইনশৃঙ্খলা সন্তোষজনক রয়েছে। কিছু স্থানীয় রাজনৈতিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। সবাই যদি স্ব-স্ব স্থান থেকে নিজ জেলার উন্নয়নে কাজ করি তাহলে রাঙামাটিকে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা যাবে।

এসময় পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

সূর্যোদয়-সূর্যাস্ত, সঙ্গে সাগরের ঢেউ
মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ

আপনার মতামত লিখুন