বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

পাঁচ বছরে দেশে এসেছেন প্রায় ২০ লাখ পর্যটক

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৩

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ২০ লাখ বিদেশি পর্যটক দেশে এসেছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক দেশে আসেন। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। ২০১৭ সালে ৫ লাখ ৬৬৫, ২০১৮ সালে ৫ লাখ ৫২ হাজার ৭৩০, ২০১৯ সালে ৬ লাখ ২১ হাজার ১৩১, ২০২০ সালে ১ লাখ ৮১ হাজার ৫১৮ এবং ২০২১ সালে ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জন পর্যটক দেশে আসেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটন খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁর খাদিজা
ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন

আপনার মতামত লিখুন