বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ঈদের পরদিন পর্যন্ত বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়ির জেলা প্রশাসন জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হলেও জেলাটির সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ির জেলা প্রশাসন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে খাগড়াছড়ির হোটেল-মোটেল ও গেস্টরুমসহ সব পর্যটন কেন্দ্র ঈদের পরদিন পর্যন্ত বন্ধ রাখা হবে।

হোটেল গাইরিং এর মালিক অনন্ত বিকাশ ত্রিপুরা, অরণ্য বিলাশের মালিক স্বপন চন্দ্র দেবনাথ জানান, করোনা মহামারির প্রথম থেকে হোটেল-মোটেল বন্ধ থাকায় লোকসান হচ্ছে তাদের। ভেবেছিলেন সব কিছু স্বাভাবিক হবে। কিন্তু হলো না। এরপরও প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেবেন তারা।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বৃহস্পতিবার জেলায় ৮৯ নমুনা পরীক্ষায় ৩০ জনের  করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ৭০ শতাংশ।

তিনি বলেন, জেলায় করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্র খোলা থাকলে শনাক্তের হার আরও বাড়বে।

জেলাবাসীকে করোনা মহামারির সংক্রমণ থেকে রক্ষা করতে ঈদের পরদিন পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিন বছরেও শেষ হয়নি টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের কাজ
ঈদেও বন্ধ থাকছে কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্পট

আপনার মতামত লিখুন