সুবর্ণচরে ভূমিহীন নেতার সংবাদ সম্মেলন
সুবর্ণচরে ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী বিরুদ্ধে হয়রানি মূলক একাদিক হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করে প্রতিবাদ করেছেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিনে সফি চৌধুরীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সন্মেলনে আবুল কালাম সফি চৌধুরী সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যায়ভাবে আমার বসতবাড়ী, দোকানঘর ও তার ছেলেদের উপর হামলা করে। হামলাকারীরা ইতিপুর্বে আওয়ামী রাজনীতি করলেও হাসিনা পতনের পর রুপ পরিবর্তন করে তার সাথে এহেন ঘটনা ঘটায়। এ মহলটি নোয়াখালীর অন্য উপজেলায় হত্যা কান্ডের ঘটনায় আমাকে আসামী করে হয়রানি ও হুমকিধুমকি দিচ্ছে। ইতোমধ্যে আমাকে ২টি হত্যা মামলা ও ১টি বন বিভাগের মামলায় আসামী করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, সকল মামলায় তদন্তপুর্বক আমি জড়িত থাকলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। নয়তো আমাকে হয়রানি করা বন্ধ হোক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই। কোনো পদ পদবীতে তিনি নেই বলে দাবী করেন। সংবাদ সম্মেলনে সুবর্ণচরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন