মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে সবেক নারী ইউপি সদস্য আলেয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
৩১ অক্টোবর ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরের মহিলা আওয়ামী লীগের নেত্রী আলেয়ার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এলাকাবাসীর আয়োজনে উপজেলার চরবাটা ভূইয়ার হাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরাম চৌধুরীর ক্ষমতা দেখিয়ে আলেয়া অপকর্ম করে পুরো সমাজ ধ্বংস করে দিয়েছে।

চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিজান বলেন, ‘আলেয়া দখল এবং পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত।’ প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

জানা গেছে, বর্তমানে আলেয়াসহ তার স্বামী এবং ছেলেদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, দখল, মারামারি, প্রতারণা ও চুরি-ডাকাতিসহ প্রায় ১৪টি মামলা চলমান।

সুবর্ণচরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন, ৭দিনের আল্টিমেটাম
সুবর্ণচরে শিক্ষার্থীর উপর হামলা: দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আপনার মতামত লিখুন