সিরাজগঞ্জে বানভাসি মানুষের পাশে অগ্রণী ব্যাংক

ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন ড. ফরজ আলী ও অন্যান্যরা
বৈশ্বিক মহামারী করোনার সময়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যা আসলো মরার উপর খাড়ার গা হয়ে। বন্যায় দেশের অন্যান্য অঞ্চলের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কয়েক লাখ মানুষ। এ উপজেলার দুর্গম চরাঞ্চল মাইজবাড়ী ইউনিয়নের ভাটি মেওয়া খোলা, খাস রাজবাড়ি ইউনিয়নের খাস রাজবাড়ি এবং যুক্তিগাছা গ্রামের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করল অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ অঞ্চল। অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ অঞ্চলের আয়োজনে গত ২১ আগস্ট শুক্রবার সিরাজগঞ্জ জেলার নিভৃত পল্লীতে অসহায় বানভাসি মানুষের হাতে পরিচালক ড. ফরজ আলীর নেতৃত্বে ত্রাণ উপহার তুলে দেয়া হয়।
সুশৃঙ্খল ও সুন্দরভাবে ত্রাণ উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান এস এম জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন এস এস রোড শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফরিদুল হক ও সিরাজগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ।
আপনার মতামত লিখুন