এপেক্স বাংলাদেশ এর জেলা-৮ এর বিতর্ক প্রতিযোগিতায় এপেক্স ক্লাব অব নোয়াখালী চ্যাম্পিয়ন
এপেক্স বাংলাদেশের জেলা-৮ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এপেক্স ক্লাব অব নোয়াখালী।
এপেক্স বাংলাদেশ এর জেলা-৮ এর বিতর্ক প্রতিযোগিতায় এপেক্স ক্লাব অব নোয়াখালী চ্যাম্পিয়ন এবং সেরা বিতার্কিক এপেঃ আহম্মেদ উল্যা পারভেজ।
এপেক্স ক্লাব নোয়াখালীর বিতার্কিক ছিলেন এপেক্সিয়ান আহমেদ উল্লাহ পারভেজ, এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল, এপেক্সিয়ান দিবাশ্রী ভট্ট।
এ নিয়ে টানা ৬বার এপেক্স ক্লাব অব নোয়াখালীর বিতার্কিকরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০২২ সালে এপেক্স ক্লাব অব নোয়াখালী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
শুক্রবার বিকালে বেগমগঞ্জের এপেক্স কেয়ার হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনালে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে হারিয়ে ষষ্ঠ বারের মত আবারো জেলা -৮ সেরা হয় এপেক্স ক্লাব অব নোয়াখালী।
এপেক্স বাংলাদেশের জে লাভিত্তিক চ্যাম্পিয়ন ৮টি জেলার বিজয়ী বিতার্কিকদের হারিয়ে এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেরা বক্তারা এ বিজয় অর্জন করে। তাদের এ বিজয় নোয়াখালী জেলার এপেক্স আন্দোলনের মর্যাদা সমুন্নত করে।
এপেক্স বাংলাদেশের জেলা-৮ এর গভর্নর এপে. জসিম উদ্দিন এর তত্ত্বাবধানে দলনেতা এপে আলা উদ্দিন সোহেল এর নেতৃত্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা বক্তা হিসেবে স্বীকৃতি অর্জন করেন এপে আহমেদ উল্যা পারভেজ।
অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ অত্যন্ত সফলভাবে বিতার্কিকরা চ্যাম্পিয়ন হিসেবে বিজয় অর্জন করায় গর্বিত তাদের ক্লাবের সদস্যরা । সকলেই আশাবাদী ২০২২ সালের মতো এবারও নোয়াখালী ক্লাব জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, এনইডি এপে. মিজানুর রহমান, সাবেক জাতীয় সেবা পরিচালক ডাঃ শরিফুল ইসলাম, জেলা-৮ এর সাবেক গভর্নর এপে. মোনাব্বর হোসেন সেলিম, জেলা -৮ এর সেক্রেটারী এপে. ইয়াসিন সুমন, এপে আবু সায়েদ প্রমুখ।
আপনার মতামত লিখুন