সুবর্ণচরে ফজলুল হক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নোয়াখালীর সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক সাহেবের নামে প্রতিষ্ঠিত ফজলুল হক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৪ এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।
অনুষ্ঠানে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার মো. জুলফিকার আলীর সঞ্চালনায় এবং সাগরিকার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ, সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছালাহ উদ্দিন, সাগরিকার উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) শামসুল হক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের অসীম কুমার দাস, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অভিবাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন