বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে: ডা.শফিকুর রহমান

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
০৩ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এ জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে আমাদের মর্যাদার লড়াই। এ লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম ও লড়াই চালিয়ে যেতে হবে।        

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাড়ি পরিদর্শন শেষে এক পথ সভায় এসব কথা বলেন তিনি। 

আমির বলেন, ২০১৮ সালে মানুষ রূপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে উঠে। কেউ যদি অহংবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 

তিনি আরও বলেন, একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকেনা তখন তারা চার পায়ের জন্তু হয়ে যায়, তারা পশুর চেয়ে খারাপ। ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবো না। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হবে।    

সূবর্ণচর উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমির মুফতী মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সূবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মূকুল প্রমূখ।

সুবর্ণচরে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
সুবর্ণচরে ফজলুল হক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

আপনার মতামত লিখুন