নোয়াখালী জেলা পুলিশের বর্ষসেরা এসআই মো. সালাহ উদ্দিন
নোয়াখালী জেলা পুলিশের বর্ষসেরা এসআই হিসেবে পুরস্কার লাভ করেন চরজব্বার থানার চৌকস সাব-ইন্সপেক্টর মোঃ সালাহ উদ্দিন।
সোমবার (২২আগস্ট) সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন শহীদ মনিরুল হক অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল ইসলাম পিপিএম।
গত আগস্ট ২০২১ হতে জুলাই ২০২২ খ্রিঃ পর্যন্ত এক বছরের সার্বিক কর্ম মূল্যায়নে তিনি উক্ত পুরস্কার লাভ করেন। এছাড়াও জেলা পুলিশের ৭৬ জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসণ ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপ্স) মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, সহকারী পুলিশ সুপার, হাতিয়া সার্কেল আমান উল্লাহসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ এবং চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার লাভ করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন