বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে তারেক জিয়ার মামলার বাদীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
১৮ আগস্ট ২০২৪

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলে বক্তব্য দেয়ায় নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী সাবেক সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে এলাকাবাসী৷ 

চরজব্বার ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনতার ব্যানারে রবিবার (১৮ আগষ্ট)  বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের সামনে কাঞ্চন বাজারে ঝাড়ু ও জুতা মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক জনসাধারণ এতে অংশ গ্রহণ করেন৷ 

ঝাড়ু মিছিল থেকে চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুককে দ্রুত পরিষদ থেকে পদত্যাগের দাবি করেন৷ এছাড়াও স্থানীয় জনতা এহেন মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাদীকে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন৷ 

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে বিএনপির এক আলোচনায় শেখ মুজিবকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক জিয়া । এ বক্তব্যের জেরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলি আদালতে এ মামলা করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট ওমর ফারুক। মামলাটি আমলে নিয়ে চরজব্বর থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক। উপপরিদর্শক আনোয়ার হোসেন ভূঁঞা ২০১৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

নিরাপত্তা ঝুঁকিতে ধুকছে পর্যটন
অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

আপনার মতামত লিখুন