গাঁও গেরাম
সুবর্ণচরে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চরজব্বার থানা পুলিশ।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নে পানিবন্দী পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় পুলিশের টিম বন্যা দুর্গতের মধ্যে শুকনো খাবার বিতরন করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, উন্নয়ন কর্মী জহির উদ্দিন তুহিন, এসআই মতিউর রহমান, আনসার উল্যাহসহ পুলিশের টিম।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া বলেন, শুক্রবার বন্যা দুর্গতদের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন