শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

এপেক্স বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা এপেক্স ক্লাব অব নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি:
২৩ ডিসেম্বর ২০২৪

এপেক্স বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে এপেক্স ক্লাব অব নোয়াখালী। এপেক্স বাংলাদেশের নয়টি জেলার বিতার্কিতদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করেন। 

এপেক্স বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে এপেক্স ক্লাব অব নোয়াখালী এবং সেরা বিতার্কিক এপেঃ আলা উদ্দিন সোহেল।

শনিবার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল আরকাইনে অনুষ্ঠিত ফাইনালে এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওকে হারিয়ে তৃতীয় বারের দেশসেরা হয় এপেক্স ক্লাব অব নোয়াখালী। এপেক্স ক্লাব অব নোয়াখালী জেলা -৮ ও সেরা হয়।

অফিস বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টুর অনুপ্রেরনায় এপেক্স ক্লাব নোয়াখালীর সভাপতি এপেক্সিয়ান নজরুল ইসলামের তত্ত্বাবধানে বিতার্কিক ছিলেন, এপেক্সিয়ান আহমেদ উল্লাহ পারভেজ, এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল, এপেক্সিয়ান দিবাশ্রী ভট্ট। বিতর্কিতদের সহযোগিতা করেন এপেক্সিয়ান হুমায়ুন কবির, এপেক্সিয়ান মোশারফ হোসেন রয়েল।

 এ আগে টানা ৬বার এপেক্স ক্লাব অব নোয়াখালীর বিতার্কিকরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০২২ সালে এপেক্স ক্লাব অব নোয়াখালী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

এপেক্স বাংলাদেশের দেশসেরা চ্যাম্পিয়ন ৮টি জেলার বিজয়ী বিতার্কিকদের হারিয়ে এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেরা বক্তারা এ বিজয় অর্জন করে। তাদের এ বিজয়  নোয়াখালী জেলার এপেক্স আন্দোলনের  মর্যাদা সমুন্নত করে।

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এনামুল হকের  এর তত্ত্বাবধানে দলনেতা এপে আহমেদ উল্যা পারভেজ

 এর  নেতৃত্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা বক্তা হিসেবে স্বীকৃতি অর্জন করেন এপে আলা উদ্দিন সোহেল।  

অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ অত্যন্ত সফলভাবে বিতার্কিকরা চ্যাম্পিয়ন হিসেবে বিজয় অর্জন করায় গর্বিত তাদের ক্লাবের  সদস্যরা ।  সকলেই আশাবাদী ২০২২ সালের মতো এবারও নোয়াখালী ক্লাব জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও সারা বাংলাদেশের এপেক্সিয়ানগণ ।

উল্লেখ্য, পর্যটন নগরী কক্সবাজারের হোটেল আর্কাইনে ন্যাশনাল পিকনিক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে ৮ শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’
জলবায়ু সাংবাদিকতায় নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

আপনার মতামত লিখুন