বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি নিষ্ক্রিয় হলেও থেমে নেই নোবিপ্রবি ছাত্রদলের কার্যক্রম

নোবিপ্রবি প্রতিনিধি:
২৭ আগস্ট ২০২৪

চলমান বন্যা বিপর্যয়ে নোয়াখালীসহ দেশের ১১টি জেলার অর্ধকোটি মানুষ এখনও পানি বন্দী। নোয়াখালীর পরিস্থিতি এখন আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে। এমন সঙ্কটে গত তিনদিন ধরে 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল' লেখা টিশার্ট পরিহিত একদল তরুণদের নোয়াখালীর পৌরসভা, কাদির হানিফ, নেওয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও ছাত্রদলের কমিটি না থাকার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা জাহিদ হাসান বলেন, 'জীবন মানেই রাজনীতি, এটাকে অসৎ উদ্দেশ্যে নিষিদ্ধ করাটাই অপরাজনীতি। আমাদের সুস্থ সুন্দর রাজনীতি করার সুযোগ দেয়া উচিত। রাজনীতি মানেই দুর্যোগে-সংকটে জনগণের পাশে থাকা এবং সেই কাজটিই আমরা করার চেষ্টা করছি।' দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়, গণমানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নেতৃত্ব তৈরির জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন ছাত্রদল নেতা জাহিদ হাসান।

একই প্রশ্নের উত্তরে আরেক ছাত্রনেতা সাব্বির হোসেন  বলেন, 'নোবিপ্রবিতে ছাত্রদলের আহবায়ক কমিটি কখনোই সক্রিয় ছিল না, আর এখন তো পুরোপুরি মৃত। আমরা বিশ্বাস করি দেশের জন্য কাজ করার সাথে কমিটির কোনো সম্পর্ক নেই। আমরা বিগত অনেক বছর যাবত কোনো ধরনের সাংগঠনিক স্বীকৃতি ছাড়াই কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রঘোষিত প্রতিটি কর্মসূচি পালন করে আসছি।এখনো দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দিন-রাত বন্যার্তদের সেবায় নিজেদের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।'

বন্যা মোকাবিলায় নোবিপ্রবি ছাত্রদলের কর্মসূচি থেকে জানা যায়, এখন পর্যন্ত  তারা বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, নোয়াখালী পৌরসভা  ও সদর উপজেলার  তিনটি ইউনিয়ন এবং সেনবাগ উপজেলার দুটি ইউনিয়নে প্রায় এক হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে। বন্যার পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের। 

প্রসঙ্গত, চলমান সংকটে দেশবাসীকে দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছে নোবিপ্রবি ছাত্রদল। এছাড়াও ত্রাণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতার জন্য 'কাকড়া কুচিয়া রপ্তানিকারক' গ্রুপের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদ হাসান ত্রাণ সহায়তা কর্মসূচিতে নেতৃত্ব দেন।

সুবর্ণচরে নকল সোনার বার সহ চার প্রতারক গ্রেফতার
সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এ তথ্য ভুয়া

আপনার মতামত লিখুন