সুবর্ণচরে চরমহিউদ্দিন বেচুর দোকানে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের বেচুর দোকানে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে শরীফ এন্টারপ্রাইজের এর নগদ ৩ লক্ষ টাকা সহ প্রায় ২৫ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো,শরিফুল ইসলামের শরীফ এন্টারপ্রাইজ,মোহাম্মদ ইউসুফ এর ইউসুফ ভ্যারাইটিজ স্টোর,লিটন দাসের মৌমিতা সেলুন, মোহাম্মদ মফিজুল ইসলামের মায়ের দোয়া ট্রেডার্স।
শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ শরিফুল ইসলাম জানান, রাত বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। আশেপাশে লোকজনের চিৎকার শুনে এসে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরই মধ্যে তার দোকান সহ সব দিকে দোকানে ধরে যায়। দোকানের ক্যাশে থাকা নগদ তিন লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
মোঃ শরিফুল ইসলাম আরো বলেন, তিনি কয়েকটি কোম্পানির ডিলারশিপ নিয়েছেন। ফ্রেশ কোম্পানীর চা পাতা, এবং বিআইপি আলিফ কোম্পানির চক, সিলেট, খাতা রয়েছে কয়েক লক্ষ টাকার। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে ও ধারদেনা করে দোকানে মালামাল উঠিয়েছেন। বাকি হিসাবের খাতাসহ সবগুলো পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরিফুল ইসলামের শরীফ এন্টারপ্রাইজের। সবকিছু হারিয়ে শরিফ এন্টারপ্রাইজের মালিক মোঃ শরিফুল ইসলাম পথে আসার উপক্রম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়।
মায়ের দোয়া ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম জানান,, রাত বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে এসে দেখেন দোকানে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাকী হিসাবের খাতা, বিভিন্ন কোম্পানির হিসাব নিকাশের সবকিছু পুড়ে গেছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি।
আপনার মতামত লিখুন